ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেবে ভারত

মালদ্বীপ থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে ভারত সরকার। রোববার (৩ নভেম্বর) এমন তথ্য জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সংযুক্ত আরব আমিরাতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এর ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুইজ্জু। এরপরই এমন তথ্য জানান মুইজ্জু।

জাতীয় নির্বাচনের আগে বিজেপির বাজিমাত

সম্প্রতি ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রাজ্যগুলোতে ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে চার রাজ্যের ভোট গণনা প্রায় শেষের পথে। বাকি একটির ভোট গণনা হবে সোমবার (৪ ডিসেম্বর)। ২০২৪ সালে দেশটির লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কলকাতায় ‘১১তম বাংলাদেশ বইমেলা’ শুরু সোমবার

কলকাতায় ‘১১তম বাংলাদেশ বইমেলা’ শুরু হতে চলেছে সোমবার (৪ ডিসেম্বর)। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সম্মিলিত উদ্যোগে কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

কলকাতায় প্রথমবারের মতো হচ্ছে ইন্দো-বাংলা গ্রেটার নোয়াখালী উৎসব

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পালন করা হবে ইন্দো-বাংলা গ্রেটার নোয়াখালী উৎসব। কলকাতার সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। রোববার (৩ ডিসেম্বর) কলকাতার গড়িয়াহাটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলকাতার খ্যাতনামা সাংবাদিক ও সমাজসেবক রক্তিম দাশ।

বিজয় দিবস উপলক্ষে কলকাতায় যাচ্ছেন ৩০ বীর মুক্তিযোদ্ধা

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের সঙ্গে গভীর মর্যাদার সঙ্গে বিজয় দিবস পালন করতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে অভ্যর্থনায় অংশ নিতে বাংলাদেশের ৩০ জন বীর মুক্তিযোদ্ধা কলকাতায় যাচ্ছেন। তাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের সেনাবাহিনীর ৬ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও।

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আর কোনো বন্দিবিনিময় নয়: হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের নামে ইসরায়েলের গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে আর কোনো বন্দিবিনিময় করবে না হামাস। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল-আরুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বোমা হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৪ ডিসেম্বর) সকালে ক্যাথলিক গণসেবার সময় মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেসিয়ামে বিস্ফোরণটি ঘটে।

প্যারিসে ছুরি হামলা, জার্মান পর্যটক নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আইফেল টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ জার্মানিতে ব্যাপক তুষারপাত, ফ্লাইট-ট্রেন বাতিল

জার্মানির দক্ষিণাঞ্চলে বিশেষ করে বাভারিয়া রাজ্যে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। এতে সেখানের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে আকাশ ও রেল পথ। বন্ধ করে দেওয়া হয়েছে আঞ্চলিক গুরুত্বপূর্ণ কেন্দ্র মিউনিখ বিমানবন্দর। এটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এয়ার ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তাছাড়া ৫২ দিন ধরে গাজায় বিদ্যুৎ নেই।

এসএএইচ/জেআইএম