ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় সংঘর্ষে সেনাসহ নিহত ১৮৪

প্রকাশিত: ১১:২৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

সিরিয়ায় নতুন করে সংঘর্ষে সেনাসহ ১৮৪ জন নিহত হয়েছে। আল-কায়েদা সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গ্রুপ নুসরা ফ্রন্টের যোদ্ধাদের সঙ্গে সরকারিবাহিনীর এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সোম ও মঙ্গলবার।

ইদলিব প্রদেশে দুই দিনের এই লড়াইয়ে ওয়াদি আল-দিফ সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়েছে জিহাদীরা। ব্রিটিশভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, আলেপ্পো ও দামাস্কাসের মধ্যে সংযোগ স্থাপনকারী মহাসড়কের ধারে আল দিফ সেনা ক্যাম্পে হামলা করে নুসরা ফ্রন্টের যোদ্ধারা।

এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারিবাহিনীর ১০০ সেনা নিহত হয়েছে। অন্যদিকে নিহত হয়েছে ৮৪ জিহাদী। সিরীয় সরকারের তরফ থেকে এখনও এই সংঘর্ষের বিষয়ে নিশ্চিত করে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইদলিব প্রদেশে সেনাদের হাতে কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান মতে, তিন বছর ধরে চলমান সিরীয় সংঘর্ষে অন্তত দুই লাখ মানুষ মারা গেছে।