পাকিস্তানে ৪ তালেবান নিহত
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আবিদ মুছহার রয়েছেন বলে জানা গেছে।
মুশাররফ কলোনি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরে রেঞ্জার্সের চালানো এক অভিযানে তারা নিহত হন। এ সময় গ্রেনেড বিস্ফোরণে রেঞ্জার্সের এক সদস্য আহত হয়েছেন।
অভিযানে তালেবান সদস্যদের কাছ থেকে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউক্রেনের সংসদীয় কার্যালয়ে দুর্নীতিবিরোধী সংস্থার তল্লাশি, নিরাপত্তা বাহিনীর বাধা
- ২ সোমবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু
- ৩ নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পুতিনকে যা লিখলেন কিম জং উন
- ৪ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯
- ৫ সোমালিল্যান্ড কেন হঠাৎ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে?