বিশ্বব্যাপী ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ছুটি কাটানোর সময় বিশেষ করে সম্প্রতি অস্ট্রেলিয়ায় জিম্মি সংকটের প্রেক্ষাপটে আমেরিকানদের সর্বদা সজাগ থাকারও পরামর্শ দেয়া হয়েছে।
সিডনিতে গত সোমবার একটি ক্যাফে অবরোধ করে এক বন্দুকধারী। এ ঘটনায় দুই জিম্মি ও ওই বন্দুকধারী নিহত হয়। এর পরিপেক্ষিতেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুকধারীর হামলায় দুই জিম্মি নিহত হওয়ার ঘটনা এই বার্তা দেয় যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আরও সতর্ক হতে হবে, অত্যন্ত সজাগ থাকতে হবে এবং তাদের নিরাপত্তা জোরদারে আরও যথাযথ পদক্ষেপ নিতে হবে।
এতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়, বিগত হামলাগুলো পর্যালোচনা করে বলা যায় যে, সন্ত্রাসীরা ছুটির এই মৌসুমে কেবল যুক্তরাষ্ট্রের সরকারি স্থাপনাগুলো নয়, বিভিন্ন হোটেল, বিপণিবিতান, তীর্থস্থান ও স্কুলগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে রাখতে হবে, সন্ত্রাসী সংগঠনগুলো এবং তাদের দ্বারা অনুপ্রাণিতরা জনসমাগম স্থলগুলোতে অপ্রত্যাশিত হুমকি সৃষ্ট করতে পারে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা