গুয়ানতানামো থেকে চার বন্দির মুক্তি
কিউবার গুয়ানতানামো বে- কারাগার থেকে চার বন্দি মুক্তি পেয়েছ। বন্দিরা সবাই আফগানিস্তানের নাগরিক। শনিবার পেন্টাগন এক বিবৃতিতে একথা জানিয়েছে। মুক্তি পাওয়ার চারজন হলেন, শাওয়ালি খান, খি আলী গুল, আবদুল ঘানি ও মোহামেদ জাহির।
বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর ওই চারজনকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। ওই চারজন গত ১০ বছর ধরে গুয়ানতানামোয় বন্দি ছিল। উল্লেখ্য, গুয়ানতানামোয় থাকা ১৩২ বন্দির মধ্যে এখনও আটজন আফগান নাগরিক রয়েছে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা