ইয়েমেনে ৪২ বিদ্রোহী নিহত
মধ্য ইয়েমেনে সন্দেহভাজন প্রতিশোধমূলক হামলায় রোববার অন্তত ৪২ হাউথি বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আরহাব এলাকায় সুন্নি উপজাতীয়দের হামলায় অন্তত ৪২ হাউথি বিদ্রোহী নিহত হয়েছে।
শিয়া হাউথি বিদ্রোহীরা বেশ কয়েক দিন ধরেই দেশটির রাজধানী সানা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আরহাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা ইতোমধ্যে ভারি অস্ত্র, ট্যাংক ও গোলাবারুদ নিয়ে স্থানীয় ঘরবাড়িতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়।
হাউথিরা এর আগে দেশটির উত্তরের উচ্চভূমিতে ঘাঁটি গাড়ে। সেখানে জাইদি শিয়া সম্প্রদায়ের লোক জড়ো হয়েছে। গত সেপ্টেম্বরে রাজধানী সানার দখল নেওয়ার পর এর দক্ষিণে অবস্থিত রাজ্যগুলোর দিকে অগ্রসর হয় হাউথিরা।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ