চীনে সুপার টাইফুনের আঘাতে নিহত ২, আহত ৯২
ছবি: এএফপি
চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে এবং আরও ৯২ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ইয়াগি আঘাত হেনেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হেনেছে টাইফুন ইয়াগি। এতে অন্তত দুজন নিহত এবং আরও ৯২ জন আহত হয়েছে।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিটারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং দ্বীপটির সাড়ে চার লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
জনপ্রিয় পর্যটন শহর হাইনানে স্থানীয় সময় শুক্রবার আঘাত হানে টাইফুন ইয়াগি। সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর তিনটা পর্যন্ত হাইকুতে অবস্থিত হাইনান দ্বীপের প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হবে।
এদিকে প্রতিবেশী গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে যে, তারা ৫ লাখ ৭৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনে ইয়াগির তাণ্ডবে কমপক্ষে ১৩ জন প্রাণ হারায়।
দক্ষিণ চীনের মধ্যাঞ্চলে আঘাত হানার পর শক্তিশালী এই ঝড়টি ভিয়েতনামের দিকে অগ্রসর হবে। শনিবার এটি ভিয়েতনামের হ্যালং বে-এর আশেপাশে উত্তর ও উত্তর-মধ্য অঞ্চলে আঘাত হানতে পারে।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ
- ২ দুগ্ধপণ্য আমদানিতে চীনের নতুন শুল্ক, ‘অযৌক্তিক’ বললো ইউরোপীয় ইউনিয়ন
- ৩ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ৪ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৫ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক