আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ১৫০
গত ১২ দিনের অভিযানে দেড় শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সরকার।আফগানিস্তানের কুনার প্রদেশের পুলিশের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, গত ১২ দিনে সরকারি বাহিনীর অভিযানে অন্তত ১৫১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। কুনার প্রদেশের পাকিস্তান সীমান্তের কাছে ওই সব অভিযান চালানো হয়।
জেনারেল আব্দুল হাবিব সৈয়দ খলিলি নামের ওই মুখপাত্র জানান, ওই সব অভিযানে উভয়পক্ষের সংঘর্ষে শতাধিক তালেবান যোদ্ধা আহত হয়েছে। পাকিস্তানি তালেবান ও লস্কর-ই-তৈয়্যেবা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত হচ্ছে বলে জানান তিনি।
খলিলি আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত ১৭ জন বিদেশী যোদ্ধা রয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে, বিদেশীরাও স্থানীয় বিদ্রোহীদের সহায়তা করছে। সূত্র: ডন।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা