ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাসপাতালে সিনিয়র বুশ

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ (৯০) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ জানায়, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিম ম্যাকগ্রাথের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানায়, শ্বাসকষ্টে ভোগা অবস্থায় সাবেক প্রেসিডেন্টকে এ্যাম্বুলেন্সে করে হোস্টন ম্যাথোডিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যবারের তুলনায় এবার তার অবস্থা বেশী খারাপ হওয়ায় নিকটাত্মীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন। দুই বছর আগে ব্রঙ্কাইটিসের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেবার প্রায় দুই মাস হাসপাতালে থাকতে হয় তাকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সিনিয়র বুশ। তৎকালীন ইরাক যুদ্ধের কারণে মুসলিম বিশ্বে ‘যুদ্ধবাজ’ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। তার বড় ছেলে জর্জ ওয়াকার বুশ দেশটির ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।