ইসরায়েল-হিজবুল্লাহ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্লেষক আকিভা এলদার। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রস্তত বা ইচ্ছুক নন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এলদার বলেছেন, নেতানিয়াহু আশা করছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন ও সেটি যদি হয় তখন তিনি নিজের মতো করে মার্কিন প্রেসিডেন্টের সমর্থন পাবেন।
এক্ষেত্রে ট্রাম্পের শাসনামলে ইসরায়েলের পক্ষে নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়া ও ইসরায়েলের অবৈধ বসতী স্থাপনবিরোধী প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়া।
আকিভা এলদার বলেন, তাছাড়া চলতি বছরের ডিসেম্বরে দুর্নীতির মামলায় আদালতে হাজির হতে হবে নেতানিয়াহুকে, যা পরিহার করতে যেকোনো কিছু করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৩ হাজার ২০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।
তাছাড়া লেবাননে মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন। দেশটিতে আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই লেবাননে প্রাণ হারিয়েছেন ৪৫ জন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের চাপ তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক চুক্তি
- ২ চীনের নির্যাতন থেকে বাচঁতে ভারতে ৩ ভাই, জেল খাটছে ১২ বছর
- ৩ সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান মোদীর
- ৪ আফ্রিকার উপকূলে খাদ্য সংকট, ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু
- ৫ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা