ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং/ফাইল ছবি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর: এনডিটিভির।
এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেন তিনি। হাসপাতালে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা আর ফেরানো যায়নি। পরে রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুন
- ফের মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ দাবি মোদীর, নিলেন না বাংলাদেশের নাম
- জোট থেকে কংগ্রেসের বহিষ্কার চাইবে কেজরিওয়ালের দল
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের টানা দুই মেয়াদে (২০০৪ থেকে ২০১৪) প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
ইএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ স্ত্রীর দুর্নীতির মামলায় আদালতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
- ২ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে শিশুরা, তবু ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
- ৩ ভারতে ‘রন্ধনশিল্পের শহর’ লক্ষ্ণৌ, স্বীকৃতি দিলো ইউনেস্কো
- ৪ সোনায় সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমতে পারে তেলের দাম
- ৫ ইউরোপে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী, তালিকায় যেসব দেশ