ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্বাভাবিকের চেয়ে বেশি গরমের আশঙ্কা, ঝুঁকিতে ভারতের গম উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি দেখতে পারে ভারত। বিশেষ করে গম উৎপাদনকারী রাজ্যগুলোতে গড় তাপমাত্রার চেয়ে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু দিনের জন্য বেশি থাকতে পারে। যা শস্যের জন্য ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ক্ষতিকর। দেশটির আবহাওয়া বিভাগের দুইটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলো ভারত। আমদানি নির্ভরতা কমাতে ২০২৫ সালে দেশটি এক্ষেত্রে ভালো উৎপাদন আশা করছে। কারণ ২০২২ সালের পর টানা তিন বছর কম উৎপাদন দেখছে দেশটি।

গম ভোক্তার দিক থেকেও ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। খারাপ উৎপাদনের কারণে ২০২২ সালে ভারত গম রপ্তানি নিষিদ্ধ করেছিল।

জানা গেছে, চলতি মৌসুমে উচ্চ তাপমাত্রায় টানা চতুর্থ বছরের মতো উৎপাদন কমতে পারে শস্যটির। তাই ঘাটতি মেটাতে আমদানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক বাতিল করতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে ভারতের আবহাওয়া বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর, মধ্য ও পূর্বের রাজ্যগুলোতে ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে।

ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে ও মধ্য প্রদেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়।

দেশটির আবহাওয়া অফিসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে।

সূত্র: রয়টার্স

এমএসএম