১৪ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লোগো। ফাইল ছবি
কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১১টি পদে ১৪ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: কুমিল্লা
অন্যান্য সুবিধা: স্থায়ী পদের ক্ষেত্রে সরকারি নিয়মে বাড়িভাড়া, আবাসন সুবিধা(নীতিমালা অনুসারে), মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা, বৎসরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী পোশাক, চিত্ত বিনোদন ভাতা, পিএফ, উৎসাহ ভাতা (চাকরি স্থায়ী হওয়ার পর) এবং গ্র্যাচুইটি দেওয়া হবে।
- আরও পড়ুন
- ২৫২৪ জনকে নিয়োগ দেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৫৩০ জনের চাকরির সুযোগ
- সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে ই-রিক্রুইটমেন্ট মেন্যুর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ১-৬ এবং ৯-১১ নং পদের জন্য ৮০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে।
- আরও পড়ুন
- নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, ৩০ বছরেও আবেদনের সুযোগ
- ৫৯ জনকে নিয়োগ দেবে বিপিএটিসি, ৩৫ বছরেও আবেদনের সুযোগ
- ৪৮ জনকে নিয়োগ দেবে সুপ্রীম কোর্ট, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদের মূলকপি দেখাতে হবে।
পরীক্ষার ভেন্যু: ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা।
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৪
সূত্র: ইত্তেফাক, ৩০ নভেম্বর ২০২৪
এমআইএইচ