সুপ্রিম কোর্ট প্রশাসনে রদবদলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সায়
সুপ্রিম কোর্ট প্রশাসনের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ জনকে পরিবর্তনের (রদবদলের) জন্য আইন মন্ত্রণালয়কে অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা।
এ অনুমোদনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ জনকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে বলে জানা গেছে। তবে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর এ বদলি কার্যকর হবে।
যাদের বদলি করা হয়েছে তারা হলেন- প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার মো. জাকির হাসেন, হাইকোর্ট বিভগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, ডেপুর্টি রেজিস্ট্রার মো. আজিজুল হক ও ফারজানা ইয়াসমিনসহ ১০ জন।
এফএইচ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর