স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন/ফাইল ছবি
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- ডেসকোর প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডল।
সোমবার (২৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে আবেদন দুটি করেন উপ-পরিচালক একেএম মাহবুবুর রহমান ও মো. আল-আমিন।
আরও পড়ুন
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।
ডেসকোর প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ঘুস বাণিজ্য, অবৈধভাবে শত শত কোটি টাকার সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান। জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন।
এমআইএন/ইএ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি
- ২ নোয়াখালী-৫: ফখরুলের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মহাসচিবকে নোটিশ
- ৩ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদনে যা বলা হয়েছে
- ৪ মান্নার আবেদনের শুনানি চেম্বার আদালতে সোমবার পর্যন্ত মুলতবি
- ৫ ফ্যাসিবাদী সরকারের দেওয়া মামলার বোঝা এখনো বয়ে বেড়ানো দুঃখজনক