সন্ত্রাসী এক্সেল বাবুসহ সাতজন কারাগারে
এক্সেল বাবুসহ গ্রেফতার চারজন সন্ত্রাসী/ছবি: সংগৃহীত
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানায় করা মামলায় সন্ত্রাসী এক্সেল বাবুসহ সাতজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ মে) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- রাকিব হোসেন, যুবরাজ, লিটন মিয়া, আলম, সোহেল হাওলাদার ও সালাম।
এর আগে গত ২৭ মে ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক্সেল বাবুসহ সাতজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সামুরাই, নগদ দুই লক্ষাধিক টাকা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা উদ্যান, বুদ্ধিজীবী কবরস্থান, বছিলা ফিউচার টাউন, বছিলা গার্ডেন সিটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে।
এমআইএন/এমএএইচ/
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ২ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৩ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৪ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৫ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস