নরসিংদীর কৃষি জমি থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
কৃষি জমি থেকে বালু উত্তোলন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর থানার ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৯ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
আদালত একই সঙ্গে ওই কৃষিজমি থেকে বালু উত্তোলন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে করা অভিযোগপত্রটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
- আরও পড়ুন
১৯ জুনের মধ্যে ৪৪ সচিবকে অপসারণে আলটিমেটাম
জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার: আইন উপদেষ্টা
এলাকাবাসীর পক্ষে আলোকবালী গ্রামের বাসিন্দা হানিফা মিয়ার দায়ের করা এক জনস্বার্থ রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী সিরাজ উদ্দিন আহমেদ বলেন, আলোকবালীর কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ সংশ্লিষ্ট প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে ১৯ এপ্রিল আলোকবালীর ১৩৯ কৃষকের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে অভিযোগ করা হয়, স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মিয়া শত শত বিঘা কৃষি জমি থেকে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট করেছেন। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি।
এফএইচ/কেএসআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৪ ডিসেম্বর
- ২ হাসিনা-১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- ৩ রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীর কারাগারে
- ৪ ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালক ফের রিমান্ডে, কারাগারে নুরুজ্জামান
- ৫ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এজেন্ট নির্বাচনের মানদণ্ড নিয়ে রুল