গুলিস্তান থেকে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে
রাজধানীর গুলিস্তান থেকে গ্রেফতার চার ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মাসুদ সিয়া (৩৫), নজরুল ইসলাম (৪০), আলামিন (২২) ও সজল মিয়া (৩৩)।
মামলার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাজধানীর গুলিস্তান এলাকা থেকে রাত সাড়ে দশটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ধারালো চাকু ও রড উদ্ধার করা হয়।
এমআইএন/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ রিমান্ডে আসামিরা আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবেন, আশা রাষ্ট্রপক্ষের
- ২ হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে রিট
- ৩ হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে
- ৪ হাদি হত্যাকাণ্ড: ২ আসামির ফের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
- ৫ শেখ হাসিনা-কাদের-আমুসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা