বনশ্রীতে গৃহকর্মী হত্যায় ৪ দিনের রিমান্ডে দম্পতি

রাজধানীর বনশ্রীতে মরজিনা আক্তার নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় মাহবুবুল হক চৌধুরী ওরফে বাবর আলী (৫৯) ও তার স্ত্রী জামিলা চৌধুরীর (৪৫) চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ জুন) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রতি মাসে তিন হাজার টাকা বেতনে ১১ মাস আগে মরজিনা গৃহকর্মী হিসেবে বাবর আলীর বাসায় কাজ শুরু করেন। কাজ করার কিছুদিন পর মরজিনা তার দাদিকে মাঝে মাঝে মোবাইল ফোনে নির্যাতনের কথা জানান। এর মধ্যে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ১২ এপ্রিল গৃহকর্মী মরজিনা আক্তারকে অপহরণের অভিযোগে তার চাচা আব্দুর রহমান মামলা করেন। ২০ মার্চ তিনি ওই বাসায় গিয়ে দেখেন মরজিনা নেই।
পরে পুলিশ জানতে পারে, আসামিরা গত ৭ এপ্রিল নোয়াখালীর চাটখিলে রাম নারায়ণপুরে মরজিনার মরদেহ দাফন করেন।
বিজ্ঞাপন
এমআইএন/বিএ
বিজ্ঞাপন