চাঁনখারপুলে ৬ হত্যা মামলার ৪ আসামি ট্রাইব্যুনালে

চাঁনখারপুলে আনাসসহ ৬ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
আসামিরা হচ্ছেন, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলায় অপর পলাতক আসামি হাজির হওয়ার সংক্রান্ত বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন। তাদেরকে গ্রেফতারও করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে আজ এই চারজনের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে)আইনজীবী নিয়োগ দেওয়া হবে।
- আরও পড়ুন
- ‘মা, আমি মিছিলে যাচ্ছি, সরি আব্বুজান’
- পলাতক ৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
পলাতক অন্যান্য তিন আসামি হলেন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ৫ আগস্ট চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে অভিযোগটি আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর।
এফএইচ/এসএনআর/জিকেএস
বিজ্ঞাপন