হাইকোর্টের বিচারপতি নিয়োগ
শুধু ৫৩ জনের সাক্ষাৎকার নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ
ফাইল ছবি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য তিন শতাধিক প্রার্থী (অধস্তন আদালতের বিচারক ও সুপ্রিম কোর্টের আইনজীবী) তাদের কাগজপত্র (নথি) জমা দিলেও শুধু ৫৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ পারভেজ হোসাইন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজে।
নোটিশে বলা হয়েছে, গণবিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের অধিক আবেদন করলেও কেবল ৫৩ জনকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ডাকা রহস্যজনক। বিষয়টি বৈষম্যমূলক। শুধু ৫৩ জনকে ডাকা ও বাকিদের না ডাকা সমান সুযোগের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে একই দাবিতে অন্য দুজন আইনজীবী লিগ্যাল নোটিশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য শুধু মাত্র ৫৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও অ্যাডভোকেট মশিউর রহমান এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস