এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর পরিবারের ফ্ল্যাট জব্দ
নজিবুর রহমান/ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. খায়রুল হক।
জব্দ ও অবরুদ্ধ আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- নজিবুরের পুত্র ফারাবি এনএম রহমানের নামে সিদ্ধেশ্বরীতে ৩৬৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া তার স্ত্রী নাজমা রহমান, ফারাবি এনএ রহমান ও ফুয়াদ এনএ রহমানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ৭টি হিসাব ও ৫টি বিও হিসাব।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার অর্জনের বিষয়ে তারা কোনো বৈধ উৎসের তথ্য দিতে পারেননি তিনি।
আবেদনে দুদক উল্লেখ করে, অভিযোগসংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা এসব সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পদগুলোর অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
এমআইএন/এমএএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ মিলেছে
- ২ শতাধিক গুম-খুনের অভিযোগে জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে
- ৩ প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে
- ৪ নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানো ইস্ট-ওয়েস্ট শিক্ষার্থী রিমান্ডে
- ৫ আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে পাঠানোর আদেশ