ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

‘আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায়বিচার বঞ্চিত হওয়া নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৩ আগস্ট ২০২৫

আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায়বিচার বঞ্চিত হওয়া নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (৩ আগস্ট) হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এমন কথা বলেন।

সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন, আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায়বিচার বঞ্চিত হওয়া নয়। এ সময় তিনি শেখ হাসিনাকে সব অপরাধের ‘নিউক্লিয়াস’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুইজন আসামির অনুপস্থিতিতে এ বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে। দুইজন আসামি আদালতের ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন বলে উল্লেখ করেন তিনি।

স্পষ্টভাবে বলা প্রয়োজন আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায়বিচার নিশ্চিতের গুরু দায়িত্বকে বাধাগ্রস্ত করতে পারবে না। ন্যায়বিচারের হাত দীর্ঘ - অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারবে না- বলেন তাজুল ইসলাম।

তিনি শেখ হাসিনার কথোপকথনের বক্তব্য তুলে ধরেন। যাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। এই বিচার জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যার্ন্ডার্ড মেনে পরিচালিত হবে বলে জানান তিনি।

জুলাই অভ্যুত্থানকালে হত্যা, নির্যাতনসহ যত অপরাধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

শুনানির সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, সুলতান মাহমুদ, মইনুল করিম, সাইমুম রেজা তালুকদারসহ অন্যরা। এছাড়াও তদন্ত সংস্থার সদস্য ও দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগে চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ঠিক করেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এফএইচ/জেএইচ/জিকেএস