ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি বাদল কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এদিন সংশ্লিষ্ট আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরে রিমান্ড শুনানি হবে।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।
এমআইএন/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ডিএমপির হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ২ দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী
- ৩ চানখাঁরপুলে হত্যা মামলার সাক্ষীর নিরাপত্তায় পুলিশ নিয়োগের নির্দেশ
- ৪ বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- ৫ হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ