সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন/ছবি: জাগো নিউজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচন হবে আগামী ১ ও ২ এপ্রিল। এজন্য ফেব্রুয়ারি মাসে তফসিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আগামী ১ ও ২ এপ্রিল- দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠান করার জন্য নীতিগতভাবে আমরা একমত হয়েছি। এ নির্বাচনের জন্য আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে।’
নির্বাচনের জন্য আগামী ফেব্রুয়ারি মাসেই তফসিল ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এফএইচ/একিউএফ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ২ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৩ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৪ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস
- ৫ প্রিজন ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান, অন্যায়ভাবে আটকের অভিযোগ