ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

প্রশ্নফাঁস কাণ্ড

এবার আবেদ আলীর সহযোগী জাকারিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার আবেদ আলীর সহযোগী মো. জাকারিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের মধ্যে সরকারি কর্মকর্তা মো. জাকারিয়া রহমানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

দুদক জানায়, আবেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, মো. জাকারিয়া রহমান সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন এবং তিনি দেশত্যাগের চেষ্টা করছেন—এমন নির্ভরযোগ্য তথ্য দুদকের কাছে রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মো. জাকারিয়া রহমানের বিদেশ গমন বন্ধ রাখা একান্ত প্রয়োজন।

আদালত দুদকের আবেদন শুনে তা মঞ্জুর করে মো. জাকারিয়া রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

দুদক সূত্র জানায়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত মো. জাকারিয়া রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে।

এমডিএএ/এমএমকে/এমএস