ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

রায়পুরার সাবেক চেয়ারম্যান কানিজের ব্যাংক লকার তল্লাশির অনুমতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের ব্যাংক লকার তল্লাশির আবেদন মঞ্জুর করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে সোমবার (১৯ জানুয়ারি) এ নির্দেশনা দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত।

দুদকের আবেদনে বলা হয়, লায়লা কানিজ ১ কোটি ৫৩ লাখ টাকার তথ্য গোপন করে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-তে থাকা তার দুইটি লকার তল্লাশি করা হবে। বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ কারাগারে রয়েছেন।

এমডিএএ/এমএএইচ/