হিমু হত্যার রায় বৃহস্পতিবার হচ্ছে না
চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার মামলার রায় ২৮ জুলাই(বৃহস্পতিবার) ঘোষণার দিন ধার্য্য থাকলে তা হচ্ছে না।বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পরিবর্তন হয়েছে। অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম বুধবার থেকে দুই দিনের ছুটিতে গেছেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি ছুটিতে থাকবেন। রোববার থেকে কর্মস্থলে যোগ দেবেন তিনি। কাজে যোগ দেওয়ার পর রায় ঘোষণার নতুন দিন নির্ধারণ করবেন বিচারক।
এর আগে ১৬ জুলাই আদালতে বহুল আলোচিত এ মামলার সব ধরনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। ওই দিনই ২৮ জুলাই রায় ঘোষণার ধার্য্য করেন আদালত।
একই দিন মামলার পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজুর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আসামিদের জাহিদুর রহমান শাওন এবং টিপুর ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ পলাতক। অন্য আসামি মাহবুব আলী ড্যানি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় টিপুর বাড়ির ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়। হিমুর মামার শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
২০১৪ সালের বছরের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
জীবন মুছা/এএইচ/এবিএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল