নাশকতার মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট ৫ সেপ্টেম্বর
রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন।
মামলার চার্জশিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৫ জন পলাতক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় খালেদা জিয়াকে ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে। এ মামলায় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ দুজন জামিনে রয়েছেন।
২০১৫ সালের মার্চ মাসে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ।
চলতি বছরের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
জেএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল