গুলশান হামলা : তাহমিদের জামিন মঞ্জুর
ফাইল ছবি
গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার তাহমিদ হাসিব খানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন আবেদনের পরিপ্রেক্ষিত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম লস্কর সোহেল রানা তার জামিন মঞ্জুর করেন।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঘটনা থেকে অব্যাহতির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৫ অক্টোম্বর দিন ধার্য করেছেন আদালত।
গত ১৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাহমিদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী। এর আগে ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
২ অাগস্ট রাত পৌনে ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিল।
জেএ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ পিএসসির প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সিয়াম কারাগারে
- ২ প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আযাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ
- ৩ হত্যা মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন
- ৪ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের পরিবারের ফ্ল্যাট-জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
- ৫ চিকিৎসা নিতে থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস, আদালতে প্রত্যাখ্যান