দীপন হত্যা : সবুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ফাইল ছবি
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আনছারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আব্দুস সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সবুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিত ওই রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়।
জেএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল