শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী
ফাইল ছবি
শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একই সঙ্গে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, দিনাজপুরের পার্বতীপুরের ৫ বছরের শিশু পূজাকে ধর্ষণের মামলায় অভিযুক্তদের বিষয়ে প্রমাণাদি পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয়। যাতে এসব অপরাধ আর কেউ করতে না পারে।
বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ ও সমপর্যায়ের জুডিশিয়াল অফিসারদের রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারক খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
তিনি বলেন, শিশু নির্যাতনের এসব মামলায় যাতে বিচার দীর্ঘসূত্রতা না হয় তার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে বলবো।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ ধরনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে। আমি আশা করবো ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।
উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পাঁচ বছর বয়সী ধর্ষিত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এফএইচ/এআরএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল