ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

গুলশানে অস্ত্র সরবরাহকারী চারজন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৫ এএম, ০৩ নভেম্বর ২০১৬

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অস্ত্র সরবরাহকারী গ্রেফতার চারজনের প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর দারুস সালাম থানার সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।
 
চারজন হলেন- মিজানুর রহমান ওরফে ছোট মিজান, মো. আবু তাহের (৩৭), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। এদের মধ্যে ছোট মিজান ভারত সীমান্ত থেকে অস্ত্র এনে তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দিতেন বলে জানায় পুলিশ।

এর আগে বুধবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ‘নব্য জেএমবি’র এ চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ জানায়, তারা রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অস্ত্র সরবরাহকারী ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা সকলেই জেএমবির সক্রিয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ‘নব্য জেএমবি’র দেশব্যাপী হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরির মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র গ্রেফতাররা ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসতো।

জেএ/আরএস/পিআর

আরও পড়ুন