রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা বন্ধে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল।
মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে স্মারকলিপি দেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের এ সংগঠন।
এতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এসএম জুলফিকার আলী জুনু। উপস্থিত ছিলেন- মোসলেহ উদ্দিন, মহিবুল্লাহ মারুফ, আনিসুর রহমান রায়হান, শামসুল ইসলাম মুকুল হেমায়েত বাদশা, কবির হোসন, মনির হোসেন, শাকিলসহ দুই শতাধিক আইনজীবী।
এর আগে, বায়তুল মোকাররম মসজিদের সামনে ইসলামী ঐক্যজোটের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর