আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী আবারও রিমান্ডে
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানকালে আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণিকে আবারও ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সাতদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য আরও ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যপ্রদ সিকদার প্রত্যেককে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আশকোনার ওই ঘটনায় গত বছরের ২৫ ডিসেম্বর দক্ষিণখান থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- জেবুন্নাহার শিলা, তৃষা মণি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ। মামলায় অজ্ঞাত নামা তিন-চারজনকে আসামি করা হয়।
২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পন করেন।
জেএ/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল