ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বন্ধ হচ্ছে না ভারতীয় তিন চ্যানেল

প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

বাংলাদেশে তুমুল জনপ্রিয় ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা বন্ধে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বন্ধ হচ্ছে না এই তিনটি চ্যানেল। সেইসঙ্গে ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে যথাযথ কর্তৃপক্ষের কাছে এ তিন চ্যানেল বন্ধে আবেদন করার জন্য বলেছেন আদালত।

রোববার হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং জি বাংলার পক্ষে আইনজীবী শামসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

রিটকারী আইনজীবী বলেছেন, দেশের স্বার্থে ও বিদেশি সংস্কৃতির অাগ্রাসন বন্ধে রিট আবেদনটি করেছিলাম। আদালত আমাদের রিট খারিজ করে দিয়েছেন। এতে আমরা সংক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে (আপিল) যাব।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধ চেয়ে যে রিট আবেদনে যে রুল জারি করা হয়েছিল সেই রুল ডিসচার্জ করেছেন এবং রিটকারীর বিপক্ষে রায় দিয়েছেন।

রিট খারিজের বিষয়ে তিনি বলেন, `সম্প্রচারের ক্ষেত্রে যদি অশ্লীল কোনো দৃশ্য থাকে, অথবা রাষ্ট্রীয় ও সামাজিক কোনো বিরোধ সৃষ্টি হয়, এ ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য অভিযোগ কোথায় দায়ের হবে তা ক্যাবল নেটওয়ার্ক-২০০৬ আইনের সেকশন-৭ ধারা অনুযায়ী আবেদন করা যাবে। ওই আইনের ৭(২) ধারায় বলা আছে, সাতদিনের মধ্যে সেটি নিষ্পত্তি করার জন্য। যদি সুষ্পষ্টভাবে প্রমাণ হয় সেক্ষেত্রে সাজার বিধান রয়েছে। কিন্তু রিটকারী এইসব বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে সরাসরি রিট আবেদন করেছেন। সে কারণে রুল ডিসচার্জ করা হয়েছে। এছাড়া রিটকারীর রিটটি ইতোপূর্বে খারিজ হয়েছিল সেই বিষয়টি তিনি তার রিটে উল্লেখ করেন নাই।`

আদালতের পর্যবেক্ষণের বিষয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন- আদালত বলেছেন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের মাঝে বিদ্বেষ ছড়াতে পারে এসব বিষয় সম্প্রচার করা যাবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি এ সংক্রান্ত রুলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য আজ ২৯ জানুয়ারি রোববার রায়ের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট। ২৫ জানুয়ারি আদালতে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৮ জানুয়ারি এ মামলার রুলের উপর চূড়ান্ত শুনানি শুরু হয়। আজ তার রায় ঘোষণা করা হয়।
   
উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করে। এ নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর আগে ডাক ও রেজিস্ট্রিযোগে এ বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। পরে সেসব সংবাদ যুক্ত করে ওই বছরের আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী।

রিটে উল্লেখ করা হয়েছিল- ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনের কতিপয় ধারা লঙ্ঘনের মাধ্যমে এসব চ্যানেল বাংলাদেশে প্রচারিত হচ্ছে। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলে বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

এফএইচ/জেডএ/আরআইপি

আরও পড়ুন