পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ : আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যে আইনি ব্যবস্থা নিতে পারবেন না, তা কিন্তু নয়। আমার মনে হয় তাদের এ ব্যাপারে আইনি পরামর্শ নেয়া উচিত।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশের মামলা করার অবকাশ নেই। কারণ আমরা এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছি এবং আমরা সেই ব্যাংকের একজন সদস্য। কিন্তু এটাও সত্য, বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে নয়।
তিনি বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন তার ওপর ভিত্তি করে আমি মনে করি, ইউনূস সাহেব এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা অপরাধ কিনা তাও তো চিন্তা করতে হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কি নেয়া হবে তা আমি এখন বলতে পারবো না।
কানাডার আদালতে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ খারিজের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ রায়ে বাংলাদেশের মর্যাদা অনেক বেড়ে গেছে। আমরা যে একটা সহিষ্ণু জাতি তাও প্রমাণিত হয়েছে। আমরা কারও কাছে মাথানত করি না এটা কেউ মানুক আর না মানুক, তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মামলা জটের বিষয়ে তিনি বলেন, মামলা জট নিরসনে শেখ হাসিনার সরকারের মত অন্য কোনো সরকার এত সিরিয়াসলি কাজ করেনি। মামলা জট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে হবে। গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত শেষ করতে হবে। তাহলে মানুষের কাছে এ বার্তা পৌঁছাবে যে, বিচারের বাণী নিরবে-নিভৃতে কাঁদে না।
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিষয়টির প্রয়োজনীয়তা আছে বলেই ড্রাফট করা হয়েছিল। গেজেট প্রকাশ করা বা না করার বিষয়ে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়নি। এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। তবে গেজেট কিছু দিনের মধ্যেই প্রকাশ করা হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবিধান, বিচার বিভাগ ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এ আয়োজন করে। এলআরএফ সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার।
এফএইচ/আরএস/পিআর