বুলু-সোহেলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের নাশকতার মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
মামলার পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন, বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, শিমুল বিশ্বাস, রুহুল কুদ্দস তালুকদার দুলু এবং আজিজুল বারী হেলাল।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় আসামীরা পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানার এস আই মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
পরে ২০১৬ সালের ১৯ জুলায় শেরেবাংলা নগর থানার এস আই তোফাজ্জল হোসেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শিমুল বিশ্বাস, রুহুল কুদ্দস তালুকদার দুলু, আজিজুল বারী হেলালসহ ১৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্ত ১৬ আসামির মধ্যে ৫ জন জামিনে রয়েছেন। বাকি ১১ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
জেএ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল