স্ত্রীর মামলায় বিটিভির নির্বাহী প্রযোজক কারাগারে
প্রতীকী দণ্ড
যৌতুক দাবি করার অভিযোগে স্ত্রীর করা মামলায় বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য,জাহিদুল ইসলামের স্ত্রী শামসুননাহার যৌতুকের দাবি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। আদালত তার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গুলশান থানার পুলিশ সোমবার তাকে গ্রেফতার করেন।
জেএ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন
- ২ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের পরিবারের ফ্ল্যাট-জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
- ৩ চিকিৎসা নিতে থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস, আদালতে প্রত্যাখ্যান
- ৪ কুমিল্লা-১ ও ২ আসনে ইসি নির্ধারিত সীমানা বহাল, নির্বাচনে বাধা নেই
- ৫ মনোনয়ন ফিরে পেতে মঞ্জুরুলের রিট শুনানি বুধবার