সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২২-২৩ মার্চ
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২২ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, ইতোমধ্যে ইলেকশন সাব কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কনভেনার হিসেবে কাজ করবেন অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান।
এফএইচ/জেডএ/আরআইপি