খালেদা অসুস্থ, যাবেন না আদালতে
অসুস্থতাজনিত কারণে ১২ মামলায় আজ নিম্ন আদালতে হাজির হবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ১০ মামলায় অভিযোগ গঠনের শুনানি, এক মামলায় অভিযোগপত্র আমলে নেয়া এবং অপর এক মামলায় তার হাজিরার দিন ধার্য ছিল।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে দারুসসালাম থানার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের এক মামলা ও যাত্রাবাড়ীর এক মামলাসহ মোট ১০ মামলার শুনানি এবং যাত্রাবাড়ীর অপর এক মামলা আমলে নেয়ার দিন ধার্য ছিল।
অপরদিকে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক এম আমিনুল ইসলামের আদালতে নাইকো মামলার হাজিরার দিন ধার্য ছিল।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জাগো নিউজকে জানান, বেগম খালেদা জিয়া অসুস্থতাজতিন কারণে আজ আদালতে হাজির হবেন না।
জেএ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন
- ২ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের পরিবারের ফ্ল্যাট-জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
- ৩ চিকিৎসা নিতে থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস, আদালতে প্রত্যাখ্যান
- ৪ কুমিল্লা-১ ও ২ আসনে ইসি নির্ধারিত সীমানা বহাল, নির্বাচনে বাধা নেই
- ৫ মনোনয়ন ফিরে পেতে মঞ্জুরুলের রিট শুনানি বুধবার