আরিফার সাবেক স্বামী রবিন ৩ দিনের রিমান্ডে
বেসরকারি যমুনা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলায় একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আনোয়ার। শুনানি শেষে হাকিম দেলোয়ার হোসেন তিন দিনের রিমান্ড মঞ্চুর করেন।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে শুক্রবার রবিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
১৬ মার্চ রাজধানীর সেন্ট্রাল রোডে ১৩ ওয়েস্টয়েন্ড নামের একটি আবাসিক ভবনের সামনে ছুরিকাঘাতে নিহত হন ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা। ওই ঘটনায় তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন ২৩ মার্চ রাতে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।
জেএ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর