ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ জুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ জুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জেএ/আরএস/ওআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর