৬ মাসের মধ্যে বাবরের দুর্নীতির মামলা নিষ্পত্তির নির্দেশ
ফাইল ছবি
সাবেক চারদলীয় জোট সরকারের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলা বাতিলের আবেদন খারিজ করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালতে আজ বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৮ সালের ১৩ জানুয়ারি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় বাবরের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
পরে বাবরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় বিচারিক (নিম্ন) আদালত। বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাবরের আইনজীবীরা। ওই আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করা হলো। বর্তমানে মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।
এফএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল