ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সরকারি বাড়ি বরাদ্দ : দুর্নীতি মামলার আদেশ ৪ এপ্রিল

প্রকাশিত: ০৩:০২ পিএম, ০২ এপ্রিল ২০১৭

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ১৫ জনের বিরুদ্ধে ১৮টি সরকারি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়ম এবং দুর্নীতি সংক্রান্ত ১৫ মামলা একসঙ্গে রূপান্তরের বিষয় আদেশের জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার ৩নং বিশেষ জজ আদালতের বিচারক আবু আহম্মেদ জমাদার এ দিন ধার্য করেন। এদিন আসামি পক্ষের আইনজীবীরা ১৫ মামলা একসঙ্গে রূপান্তর করার জন্য আদালতের কাছে আবেদন করেন।

আবেদনে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ১৮টি সরকারি পরিত্যক্ত বাড়ি বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদক একটি মামলা করেছে। মামলা থেকে ১৫টি চার্জশিট দেয় দুদক, যা আইনগতভাবে চলতে পারে না।

অন্যদিকে দুদকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ সংক্রান্ত আদেশের জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর অভিজাত এলাকায় সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলায় ওই বছরের ২০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা। অভিযোগপত্রে সুবিধা আদায়ের অভিযোগ পাওয়ায় আরও ১৪ জনের নাম যুক্ত হয় এবং মির্জা আব্বাসের মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার হয়।

জেএ/জেএইচ/এএইচ/জেআইএম