ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নিম্ন আদালতে ২৮ লাখ মামলাজট

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৫ মে ২০১৭

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অধস্তন (নিম্ন) আদালতগুলোতে প্রায় ২৮ লাখ মামলাজট রয়েছে। এ মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) দরকার।

তিনি বলেন, এরই মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করে বেশ কিছু আইন প্রণয়ন করা হয়েছে। তবে জেলা পর্যায়ে এ বিষয়ে কাজ করার জন্য কোনো অফিস না থাকায় জনগণ এ আইনের সুফল পাচ্ছিল না। বর্তমানে মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিসগুলো’কে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগাতে উদ্যোগ নেয়া হয়েছে।  

বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। ‘মামলাজট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদানের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।  

আনিসুল হক বলেন, সংশোধিত আইনে জেলা লিগ্যাল এইড অফিসারকে এডিআরের মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড কমিটি গঠন করে বিরোধসমূহ জেলা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করার কথা বলা হয়েছে। পরে জেলা লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায় মীমাংসা করার আইনগত ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষমতা কার্যকর করতে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার সংশোধনী বিল আকারে জাতীয় সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এটি কার্যকর হলে মামলাজট কমার পাশাপাশি জনগণ অল্প সময়ে, অল্প ব্যয়ে ও সহজে বিচার সেবা পাবেন।

তিনি বলেন, কোনো বিরোধ মামলায় রূপ নেয়ার আগেই এডিআরের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে মূল্যবান সময় ও অর্থ উভয়ের অপচয় রোধ করা সম্ভব। তাই সরকার এডিআর ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে শুধু বিচার ব্যবস্থাই নয় বরং তা দেশের বিভিন্ন সেক্টরে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং অতিরিক্ত সচিব  মো. মোস্তাফিজুর রহমানও বক্তব্য দেন।

এফএইচ/জেডএ/আরআইপি

আরও পড়ুন