আদালতে হাজির হননি ‘অসুস্থ’ ফখরুল
ফাইল ছবি
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আজ (রোববার) তিন মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন নাশকতার দুই মামলা ও মানহানির এক মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
শারীরিকভাবে ‘অসুস্থ’ ফখরুল আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। সময়ের আবেদনে উল্লেখ করা হয়- মির্জা ফখরুলের হার্টের সমস্যা রয়েছে। এ সমস্যা বৃদ্ধি পেয়েছে তাই তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
ঢাকা মহানগর হাকিম নুর নবী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেন।
মামলা তিনটি হলো
পল্টন থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
শাহজাহানপুর থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা করেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ মির্জা ফখরুল, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মানহানির মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে খুনির দল বলে উল্লেখ করেন। এ খবরটি ২৫ আগস্ট বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে এতে বাদীর মানহানি হয়েছে বলে অভিযোগ এনে তিনি মামলাটি করেন।
এ ঘটনায় ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নুর-ই আলম সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলাটি দায়ের করেন।
জেএ/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর