লংগদুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বসতবাড়িতে হামলার ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার রেজিস্ট্রি ডাকযোগে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও আক্রান্তদের ক্ষতিপূরণ চেয়ে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিকোলাস চাকমা।
নোটিশে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ, নারী ও শিশু কল্যাণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পুলিশের আইজিপি, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি, রাঙ্গামাটির ডিসি-এসপি, লংদুর ইউএনও এবং ওসিকে বিবাদী করা হয়েছে।
নিকোলাস চাকমা জানান, তাদের নোটিশপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে বলা হয়েছে, পাহাড়ি জনগোষ্ঠীকে রক্ষায় স্থানীয় প্রশাসনের কোনো ব্যর্থতা রয়েছে কিনা তা সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত করতে হবে। এই তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
যুবলীগের এক নেতাকে হত্যার অভিযোগে গত ১ জুন দুর্বৃত্তরা উপজেলা সদরের তিনটিলা এলাকা, বড়াদম ও মানিকজোর ছড়া, জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু উপজেলা অফিসসহ দুই শতাধিক পাহাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেয়।
জানা যায়, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) নামক স্থান থেকে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ছিলেন। বাঙালিদের দাবি, দুই পাহাড়ি যুবক নুরুল ইসলামকে সকালে ভাড়ায় নিয়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তার মরদেহ খাগড়াছড়ি থেকে লংগদুর বাইট্টাপাড়ার নিজ বাড়িতে নেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাসহ উত্তেজিত লোকজন মিছিল নিয়ে লংগদু উপজেলা সদরে যায়।
এ সময় লংগদুর তিনটিলাসহ উপজেলা সদরের আশপাশে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এফএইচ/এমএমজেড/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক এমডি হেমায়েতকে গ্রেফতার দেখানোর আদেশ
- ২ ফুলবাড়িয়া সুপার মার্কেটের সভাপতি দেলুর সম্পত্তি জব্দের আদেশ
- ৩ বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪ ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল নতুন মামলায় গ্রেফতার
- ৫ অবকাশ শেষে শোকের আবহে খুলেছে নিম্ন আদালত, ফিরছে কর্মচাঞ্চল্য