৫৭ ধারায় মামলা : আইনজীবী ইমতিয়াজের জামিন
ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে ৫৭ ধারায় করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, এএম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে, গত ২১ জুলাই খাগড়াছড়ি সদর থানায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ‘ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেসবুক আইডিতে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রতিনিয়ত কল্প-কাহিনী বানিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি দিয়ে পোস্ট দিয়ে যাচ্ছেন।’
এফএইচ/জেডএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল