ঢাকা-কলকাতাসহ কয়েকটি রোডে ভাড়া নির্ধারণে রুল
ফাইল ছবি
ঢাকা থেকে ভারতের কলকাতা, আগরতলা, শিলং, গোয়াহাটিসহ এসব রোডে বাড়তি বাস ভাড়া নির্ধারণে টেন্ডার কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওইসব রোডে ভাড়া নির্ধারণে যাত্রীকল্যাণ সমিতির করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া গণপরিবহন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিএর চেয়ারম্যান ও উপ-পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বুধবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
এফএইচ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল